চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।
ইউএনও নিজেই তার উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে পোস্টে তিনি জানান, ‘কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়াতে গত ২৪ জুন করোনা টেস্টের জন্য স্যাম্পল প্রদান করি। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে চাই।’
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা এখনও ভালো আইসোলেশনে থাকার মাধ্যমে ঘরোয় চিকিৎসা নিচ্ছি।’
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply