চট্টগ্রামের সাতকাতিয়াতে সড়ক দুর্ঘটনায় আশি বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কেরানিহাট বাইতুল ইজ্জত এলাকায় একটি দ্রুতগতির মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধের নাম রহিম বক্স। তিনি বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা মৃত মনসুর আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন দুপুরে সাতকানিয়া কেরানিহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply