সীতাকুণ্ড প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলার সন্তান পুলিশ সদস্য আ.ফ.ম জাহেদ (৪২) মারা গেছেন।
আজ বুধবার (১জুলাই) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহেদ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের ফয়েজুর রহমান সেরাং বাড়ির মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের বড় ছেলে ও সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাংস্কৃতিক সম্পাদক এস.এম তবরেজ এর বড়ভাই।
জাহেদ চট্টগ্রাম সদর থানার উত্তর ট্রাফিক বিভাগে কর্মমরত ছিলেন।
তার ছোট ভাই এস.এম তবরেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার আর কোন উপসর্গ ছিলনা। গতকাল হঠাৎ করে শ্বাস কষ্ট শুরু হলে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ দুপুরে মারা জান।
পুলিশ সদস্য জাহেদ এর প্রথম জানাজা তার কর্মস্থলে এবং দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বাড়বকুণ্ডে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply