চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ একভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরের দল।
বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী রাজার বাড়ীর জাহাঙ্গীর আলমের ঘরে এ ঘটনা ঘটেছে।
জাহাঙ্গীর আলম বলেন, গত সপ্তাহে স্ত্রী’র অসুস্থতার কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। এ নিয়ে হাসপাতালের দৌড়ঝাঁপ নিয়ে ব্যস্ত ছিলেন। গত রবিবার বাড়ীতে এসে দেখতে পায় ঘরের পেছনের দরজা খোলা।
অন্যান্য জিনিসপত্র ঠিক থাকলেও আলমিরায় রক্ষিত ব্যাংকের চেকবই, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জায়গাজমির দলিলপত্রসহ আনুমানিক একভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
স্থানীয় পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ননী বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পরার্মশ দেওয়া হয়েছে।
Leave a Reply