লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সৌদি আরবের জেদ্দায় মো: ইদ্রিস (৪৫) নামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে বাসায় অসুস্থতা অনুভব হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
প্রবাসী ইদ্রিসের ছোট ভাই নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার মৃত পেঠান সওদাগরের পুত্র।
প্রবাসী ইদ্রিসের ছোটভাই নাজিম উদ্দিন জানান, বুধবার ভোর সকালে হঠাৎ করে বড়ভাই ইদ্রিসের ডায়াবেটিকস ও ব্লাড প্রেসার বেড়ে গেলে সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এদিকে, তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply