লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মো: মাঈনুদ্দিন বিন নাজিম জায়েদ নামে আড়াই বছরের এক শিশু।
বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ার মুহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর চাচা মুহাম্মদ রবিউল ইসলাম জানান, ঘটনার দিন শিশু জায়েদ বাড়ীর উঠানে খেলছিল। সে খেলার চলে পরিবারের সবার অগোচরে বাড়ীর পার্শ্ববর্তী বুইরগ্যা নামক পুকুরে পড়ে যায়। শিশু জায়েদকে বাড়িতে দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনেরা। পরে পুকুর থেকে লাশটি উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত শিশু জায়েদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply