এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ ইমরান(২৬) কে শত চেষ্টার পরও বাঁচানো গেলো না।
৩দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার (১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইমরান উপজেলার চুনতি ইউনিয়নের বাগান পাড়ার শফিউল আলমের পুত্র।
এর আগে ২৮ জুন (রবিবার) রাত সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফায়ার সার্ভিস এলাকায় অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাঁকে স্বজোরে ধাক্কা দিয়ে চোখের পলকেই পালিয়ে যায়। এতে ইমরান দু’পায়ে গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন।
ইমরানের প্রতিবেশী সাইদুল হাসান শুভ জানান, ইমরান ছিল দৃষ্টি প্রতিবন্ধী। এরপরও চোখে সামান্য যা দেখতে পান সেটুকু দিয়ে গেল বছর এইচএসসি পরীক্ষা দেন ইমরান। সে ২৮ জুন (রবিবার) রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের লোকজন জানতে পারেন চুনতি ফায়ার সার্ভিস এলাকায় ইমরানকে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তাঁর দু’টি পা ভেঙে যায়।
পরে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যেই তাঁর দু’টি পায়ে অস্ত্রোপাচারের জন্য এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন তহবিলও প্রস্তুত করেন। কিন্তু সে মৃত্যুর কাছে হার মানলেন। অবশেষে বুধবার দুপুর ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ইমরান মারা যান।
এদিকে, বুধবার রাত ৯টায় চুনতি স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply