করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।
আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে কয়েকদিন ধরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে শারীরিকভাবে তিনি এখনও বেশ সুস্থ্য আছেন। ’
এরআগে সরকারের সিনিয়র ব্যক্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার (২৯ জুন) মারা গেছেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও কারোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন প্রায় ১১ দিন। বর্তমানে তিনি বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ-এ ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।
এর মধ্যে সরকারে থাকা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মারা যান।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply