বিএসটিআই’র অনুমোদন ও লাইসেন্স না থাকায় গাউসিয়া সুইটসকে জরিমানা

বিএসটিআই এর অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অবস্থিত গাউসিয়া সুইটস এন্ড বেকারীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন।

তিনি জানান, হালিশহরের গাউছিয়া সুইটস দীর্ঘ দিন ব্যবসা পরিচালনা করলেও তাদের বিএসটিআই এর অনুমোদন নেই। তাই তাদের ১৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়া একই এলাকার জনতা ফার্মেসিতে অনুমোদনহীন ও নকল হ্যান্ড স্যানিটাইজার রাখার সত্যতা পেলে ২০০০ টাকা অর্থদন্ড দেন।

অন্যদিকে আকবর শাহ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত একটি খাবার হোটেলের মালিক, ওয়েটার কেউ স্বাস্থ্যবিধি না মানায় হোটেল মালিককে ২০০০ টাকা অর্থদন্ড দেন। এসময় হোটেল মালিককে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য সতর্ক করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *