হাটহাজারীর রঞ্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

চট্টগ্রামের হাটহাজারীতে রঞ্জন সিংহ চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল কাদের, মো. মহসিন, এমরান ও ফোরকান। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল মোনাফ ও শাহাদাত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির মধ্যে আদালতে মাত্র একজন আসামি আব্দুল মোনাফ হাজির ছিলেন। বাকিরা সবাই পলাতক। মোনাফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক এবং বাকিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে আদালত সূত্রে জানা যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আইয়ুব খান। তিনি বলেন, দীর্ঘ ১১ বছর ধরে আদালতে বিচারাধীন হাটহাজারীর রঞ্জন হত্যা মামলায় ১৯ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সোমবার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। এতে চার আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সুত্রে জানা যায়, ২০০৮ সালের ৮ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আসাদনগর এলাকা থেকে রঞ্জনকে তুলে নিয়ে যান দুর্বৃত্তরা। ওই দিন রাতে যোগীরহাট এলাকার একটি পুকুর থেকে রঞ্জনের লাশ উদ্ধার করা হয়। এঘটনায় তার স্ত্রী স্মৃতি রাণী চন্দ হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষ করে ২০০৯ সালের ২৫ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এতে অভিযুক্ত করা হয় ৬ আসামিকে। এরপর চার্জ গঠন করে আসামিদের বিচার শুরু করেন আদালত।

২০১৭ সালের ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৩৫ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য মামলাটি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *