সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের দৃষ্কান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ।
আজ শনিবার (৪ জুলাই) বেলা ১১ টায় ভাটিয়ারীস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন বাবলু, শাহরিয়ার হামিদ, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আলতাফ মাহমুদ,ছাত্রলীগ নেতা, রাকিন, রানা, রিমন,ইফতি,আজাদ, রাসেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য,
গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম।
এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply