হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে প্রশাসন।
শনিবার (৪ জুলাই) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন হাটহাজারী উপজেলার সাত্তারঘাট হতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। এসময় জব্দ ৩ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply