সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নতুন ঘর তৈরী করে দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
তিনি শনিবার (৪ জুলাই) বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শীলপাড়া ও ৫ নং ওয়ার্ডের দাশপাড়ার রঞ্জিত শীল এবং স্বপ্না রানী দাশকে নতুন ঘরের চাবি তুলে দেন।
গত ডিসেম্বরে বাড়বকুণ্ডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গরীব,অসহায় উক্ত দুই পরিবারে ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এমপি দিদারের আর্থিক সহযোগীতায় এবং ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীর ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত, গৃহহীন দুই পরিবারের মাঝে উক্ত ঘর তৈরী করে দেওয়া হয়।
ঘরের চাবি হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী এবং বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply