ফটিকছড়ি প্রতিনিধি :ইমামে আহলে সুন্নাত,পীরে কামেল উস্তাদুল মুহাদ্দেসীন,সুলতানুল মশায়েখ আলহাজ্জ আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহঃ) স্মরণে ওরশে ইমাম হাশেমী (রহঃ)মাহফিল ৪ জুলাই শনিবার ধর্মপুর আজাদী বাজারস্থ রজভীয়া নূরীয়া খানকাহ্ শরিফে অনুষ্ঠিত হয়।বিশিষ্ট আলেমেদ্বীন দমদমা নূরুল উলুম আহমদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাযী ওমর ফারুক আজমীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মাওলানা আবুল ফোরকান হাশেমী (মু.জি.আ.)।
মাওলানা আমিনুল ইসলাম পিয়ারু ও মাস্টার মুহাম্মাদ আবু হানিফ রিপন এর যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন শাহজাদা কাযী মুহাম্মাদ নঈম উদ্দিন হাশেমী ও শাহজাদা কাযী মুহাম্মাদ জিয়া উদ্দিন হাশেমী।মাহফিলে উদ্বোধক ছিলেন মাওলানা জিয়াউল হক আল কাদেরী।মাহফিলে বক্তব্য রাখেন ধর্মানুরাগী ও ব্যবসায়ী আলহাজ্জ আবু আহমদ (প্রকাশ ফুল মিয়া সাওদাগর),মুহাম্মাদ মাজহারুল হক কায়সার,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন,মুহাম্মদ জামাল পাশা,মুহাম্মদ দিদারুল আলম,মাওলানা আলি মর্তূজা সিরাজি,মুহাম্মাদ ইব্রাহীম পারভেজ,মাওলানা ফরিদুল আলম কাদেরী প্রমুখ।উপস্তিত ছিলেন মাদ্রাসা শিক্ষক মাওলানা জাফর উদ্দিন কামালী,মাওলানা রফিক আনোয়ারী,মাওলানা দিদারুল আলম কাদেরী,মাওলানা নুরুল কবির,হাফেজ জাবের,মাওলানাএনাম,মাওলানা বেলাল হাশেমী,মাওলানা জাফর।
আঞ্জুমানে মুহিব্বানে রাসুল (দঃ) গাউছিয়া জিলানী কমিটি ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্টানে
বক্তারা বলেন হুজুর আল্লামা হাশেমী(রহঃ)ছিলেন আমৃত্যু সুন্নতে নববীর উপর অটল।উনার জীবদ্বশার সমস্ত কর্মকান্ড ছিল আল্লাহ ও নবীজি (দঃ) সন্তুষ্টি অর্জনে।বক্তারা বলেন তিনি দ্বীনি এলমের যে বীজ বপন করে গেছেন সেটির ফল ভোগ করবে দেশের লাখো মুসলমান।তারা আরো বলেন আহলে সুন্নাতের জন্য ছাত্র অবস্থা থেকে মাঠে ময়দানে উনার ছিল সরব উপস্তিতি।বাতিলদের বিরুদ্বে করেছেন অনেক লড়াই।আকিদার ক্ষেত্রে কোন সময় আপোষ করে কথা বলেননি।নবীজির সুন্নতের উপর অটল থেকে জিন্দেগী হায়াত শেষ করেছেন তিনি।দেশ স্বাধীনের সময় মুক্তিযুদ্বের স্বপক্ষে উনার ছিল ব্যপক ভূমিকা ।তাই জাতীয় সংসদে উনার ইন্তেকালের পর পরই শোক প্রস্থাব গৃহিত হয়।যা সুন্নী জামাআতের ক্ষেত্রে এক বিরল ইতিহাস।বক্তারা বলেন উনার রেখে যাওয়া সমস্ত প্রতিষ্টান ইতিহাস হয়ে উনাকে জীবিত রাখবেন লক্ষ কোটি মানুষের হৃদয়ে কেয়ামত পর্যন্ত।পরে মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্টিত হয়।
২৪ঘণ্টা/এন/আর
Leave a Reply