চট্টগ্রামে আরও ২২০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ২

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২২০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৬২ জন এবং উপজেলাগুলোতে ৫৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ৮৮৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এর নগরে ১ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪১ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ৩ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৪৮ টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭৭ জন এবং উপজেলায় ১৬ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩ জন এবং উপজেলায় ১৭ জন।

ইমপেরিয়াল হাসপাতালের ফলাফল পাওয়া যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ জন এবং উপজেলায় ৫ জন।

শেভরণ ল্যাবে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলায় ১৭ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

রবিবার (৫ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ১০৫০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮৮৮ জন। এর মধ্যে নগরে ৬৮২৫ জন এবং উপজেলায় ৩০৬৩ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ৩, সাতকানিয়া ৩, বাঁশখালী ১, আনোয়ারা ৩, চন্দনাইশ ২, পটিয়া ৮, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ২, রাউজান ৪, ফটিকছড়ি ২, হাটহাজারী ১৪, মিরসরাইয় ১৩ এবং সীতাকুণ্ড ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৮৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩৭ এবং উপজেলায় ৫২ জন। নতুন ৩৯ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৯৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *