কিডনি রোগাক্রান্ত মমতাময়ী মা সহ করোনা আক্রান্ত হয়েছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর। চট্টগ্রামে চিকিৎসা না পেয়ে ঢাকায় গিয়ে করোনা জয়ী সেই মা রিজিয়া কবীর (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ জুলাই) রাত ১টার কিছু সময় পর তিনি চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
গত মাসে করোনা আক্রান্ত হওয়ার পর নিয়মিত ডায়ালাইসড করা মাকে চট্টগ্রামের কোন হাসপাতাল ভর্তি না করায় মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রিতিমতন যুদ্ধজয় করে মাকে করোনামুক্ত করিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম শহরের মির্জার পোল সংলগ্ন বাসায় ফিরেছিলেন শাহরিয়ার কবীর। তবে সেই রত্মগর্ভা মাকে সর্বোচ্চ চেষ্টা করেও ধরে রাখতে পারেননি তিনি৷
মরহুমার পারিবারিক সূত্র জানিয়েছেন আজ মঙ্গলবার (৭ জুলাই) বাদ যোহর নগরীর “মিসকিন শাহ্ (রাঃ) মাজার” প্রঙ্গনে নামাজে জানাজা শেষে মরহুমাকে চির নিদ্রায় শায়িত করা হবে।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর তাঁর প্রয়াত মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply