চট্টগ্রামে ১১ হাজার ছাড়াল করোনা আক্রান্ত;নতুন শনাক্ত ২৫৯,মৃত্যু ৬

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২৫৯ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৭৬ জন এবং উপজেলাগুলোতে ৮৩ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর নগরে ৫ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৬ টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪ জন এবং উপজেলায় ২৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৭ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ৬ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৭ জন।

ইমপেরিয়াল হাসপাতালে ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩১ জন এবং উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ২৮ জন।

শেভরণ ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৩ জন এবং উপজেলায় ১১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের কারো নমুনা পরীক্ষা করা হয় নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ১২৬৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১০৩১ জন। এর মধ্যে নগরে ৭৬৭৮ জন এবং উপজেলায় ৩৩৫৩ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ৪, সাতকানিয়া ৬, বাঁশখালী ৩, চন্দনাইশ ৮, পটিয়া ৫, বোয়ালখালী ২, রাঙ্গুনিয়া ৪, রাউজান ১৭, ফটিকছড়ি ৪, হাটহাজারী ২০, মিরসরাই ৬ এবং সীতাকুণ্ড ৪ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২১০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫০ এবং উপজেলায় ৬০ জন। এছাড়া নতুন ১৮ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩২৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *