কুমিরাস্থ আইআইইউসি’র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি কিস্তিতে পরিশোধের ঘোষণা

সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২০ সালের বসন্তকালীন সেমিস্টারের সকল শিক্ষার্থীর টিউশন ফি’র উপর বিশ শতাংশ বিশেষ ওয়েভার এবং কিস্তিতে পরিশোধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞাপ্ততিতে এ ঘোষণার কথা জানানো হয়।

করোনা পরিস্থিতির কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনা করে আইআইইউসি এই বিশেষ অফার প্রদান করেছে।

শিক্ষার্থীরা ২৬ জুলাইয়ের মধ্যে প্রদেয় টাকার প্রথম কিস্তি চলিশ শতাংশ, ২০ আগস্ট দ্বিতীয় কিস্তি বিশ শতাংশ এবং ১৫ অক্টোবরের মধ্যে তৃতীয় কিস্তি চলিশ শতাংশ পরিশোধ করলে প্রত্যেক কিস্তিতে টিউশন ফি’র উপর বিশ শতাংশ ওয়েভার পাবে।

উলেখ্য, আগে থেকেই সিবলিংস, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর এবং মুক্তিযোদ্ধার সন্তানকে পঁচিশ শতাংশ থেকে শতভাগ যে ওয়েভার দেয়া হচ্ছিল তা বহাল থাকবে।

উল্লেখিত ক্যাটাগরি সমূহ এবং সদ্য ঘোষিত বিশ শতাংশ বিশেষ ওয়েভারের মধ্যে যা সর্বোচ্চ তা সংশিলষ্ট শিক্ষার্থীর জন্য প্রযোজ্য বলে বিবেচিত হবে।

বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীদের আইআইইউসি’র ওয়েবসাইট দেখতে এবং হিসাব শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *