ভারত-বাংলাদেশ ইডেন টেস্ট নিয়ে বেশ উৎসাহ কলকাতায়। নভেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাওয়ার কথা। ক্রিকেটারদের ধর্মঘটের কারণে সেই সফর শঙ্কায় পড়লেও ভারত বাংলাদেশের সফর নিয়ে বেশ আশাবাদী।
শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ভারত সফরে গেলে কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক মুহূর্তের অবতারণ হবে। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ইডেন টেস্ট। ঐ টেস্টে উপস্থিত থাকার কথা রয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আমন্ত্রণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
ইডেনে দুই দলের প্রথম টেস্টে ভেন্যুটির ঐতিহাসিক বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ হাসিনার সাথে থাকার কথা রয়েছে।
২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি, দলের নেতা হিসেবে যা ছিল তার প্রথম টেস্ট।
সৌরভ কদিন আগেই ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান, এখন আবার তিনি ভারত ক্রিকেটের অভিভাবক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। ইডেন টেস্ট স্মরণীয় করে রাখতে তার চেষ্টার কমতি নেই। টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের অভিষেক ম্যাচে অর্থাৎ বাংলাদেশ-ভারতের ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন, তাদেরও আমন্ত্রণ জানানো হবে ইডেন টেস্টে।
ইডেন টেস্ট শুরুর দিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে সিএবি। এছাড়া সম্মাননা জানানো হবে বাংলাদেশের প্রথম টেস্টের সদস্যদেরও, যারা সম্মানিত অতিথি হিসেবে ভারতের মাটিতে টাইগারদের ইতিহাসের তৃতীয় টেস্ট ম্যাচে উপস্থিত থাকবেন।
Leave a Reply