রাউজানে নানা কর্মসূচীর মধ্য দিয়ে কামাল উদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মরহুম কামাল উদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার সকাল ১০টায় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ্ আলম চৌধুরী, স্বপন দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা এস এস বাবর, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, তছলিম উদ্দিন, আব্দুল লতিফ, উপজেলা যু্বলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি হাসান মোঃ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু ছালেক, যুবলীগ নেতা মুন্সি মিজান, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

দোয়া মাহফিল শেষে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ মরহুম কামাল উদ্দিন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া উপজেলা আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন আল কাদেরী।

২৪ ঘণ্টা/এম আর/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *