নীলফামারীতে নতুন আরও ৪৯ জন সহ করোনা আক্রান্ত বেড়ে ৪৭৫

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় নতুন করে আরও ৪৯জন করোনা আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা পিসিআর ল্যাবের নিকট হতে ৬ ও ৭ জুলাইয়ের নমুনা পরীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭৫ জন।

নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে নীলফামারী সদরের ৪২ জন রয়েছে।

নীলফামারী পৌরসভার সহকারী প্রকৌশলী(৫০) সহ ১৯জন, নীলফামারী উত্তরা ইপিজেডের ২৩ শ্রমিকের মধ্যে ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ২০ জন, ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং (বিডি) লিঃ ব্যাগ তৈরির শিল্পকারখানার ৩ জন। এ ছাড়াও জলঢাকা উপজেলা হাসপাতালের নার্স আয়া সহ ৪ জন, সৈয়দপুর উপজেলায় ২ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, এ পর্যন্ত নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৫ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৩২০। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন রয়েছে ১৩ জন। মারা গেছেন ৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *