চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকার কয়েকটি মেসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের একাধিক কর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
সোমবার গভীর রাতে বাকলিয়ার বগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান এখানো চলমান রয়েছে বলে জানান পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন অভিযানের বিষয়টা নিশ্চিত করলেও কতজন আটক হয়েছেন তা নিশ্চিত করে জানায়নি। তিনি বলেন এখনো বিভিন্ন এলাকায় অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তবে নাম প্রকাশ না করা স্বর্তে ছাত্রশিবির চট্টগ্রাম নগর উত্তর শাখার এক নেতা জানিয়েছেন, বাকলিয়া থানা পুলিশ বগারবিল এলাকার বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের ১৫-২০ জন নেতাকর্মীকে আটক করেছে।
Leave a Reply