ভাটিয়ারীতে আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি : গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যেগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস, মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ) এর স্মরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর ভাটিয়ারীর বানুরবাজার মাদ্রাসা এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া এর খানকা শরীফে সংগঠনের সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মুফতি ওবায়দুল হক নঈমী সারা জীবন হাদিসের দরসের মাধ্যমে হাজার হাজার আলেম সৃষ্টি করেছেন এবং আমৃত্যু আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ও গাউসিয়া কমিটির মাধ্যমে তরিকতের খেদমত করে গেছেন। তিনি জীবনের সিংহভাগ হাদিসের শিক্ষায় ব্যয় করেছেন। শাহেন শাহে সিরিকোটি (রা) প্রতিষ্ঠিত জামেয়া খিদমতের পাশাপাশি সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ প্রচারে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ কামাল, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সিরাজ উদ দৌলা, ইঞ্জিনিয়ার রফিক, মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন,মুহাম্মদ সাখাওয়াত, মুহাম্মদ মুসলিম, শাহ মুহাম্মদ এমরান, মামুনুর রশিদ মামুন, নুর উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, গিয়াস উদ্দিন সোহেল, হাজ্বী আশরাফ, কামাল উদ্দিন চৌঃ, রমজান আলী রুবেলসহ গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ইসালে সওয়াব উপলক্ষে মুনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *