জনসংখ্যা দিবসে সীতাকুণ্ডে ৪ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে চেয়ারম্যান মনির আহমেদ

সীতাকুণ্ড প্রতিনিধি : বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ এ সীতাকুণ্ড উপজেলায় ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ১ বছরে সোনাইছড়ি ইউনিয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত ৪ টি ক্যাটাগরিতেই উপজেলা পর্যায়ে পুরস্কার অর্জন করে।

সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিদর্শিকা ও শ্রেষ্ঠ স্যাকমো সহ চারটি পুরস্কার অর্জন করে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ।

গতবারের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখলো তারা। বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ডাঃনাজমুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদ।

এসময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মা ও শিশু স্বাস্থ্য কৈশোর কালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সদর ইউনিয়ন (পৌরসভা) উপজেলা সীতাকুণ্ড কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হারুন উর রশীদ কে ২০২০ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মনোনীত হয়। বিজয়ীদের মধ্যে অন্যান্যরা হচ্ছে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিমানী প্রভা দেবী (৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না রানী নাথ (৮নং সোনাইছড়ি ইউনিয়ন) শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুহাম্মদ নুরুল আহাদ (৮নংসোনাইছডি ইউনিয়ন) শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ৮নং সোনাইছড়ি, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন, শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক) মেরী ষ্টোপস্ ক্লিনিক, শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিপিডি) সূর্যের হাসি নেটওয়ার্ক।

গত ১ বছরে সোনাইছড়ি ইউনিয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত ৪ টি ক্যাটাগরিতে ঊপজেলা পর্যায়ে শ্রেষ্টত্বের পুরস্কার পাওয়ায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমেদকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ।

তিনি বলেন, কেবল জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, চেয়ারম্যান মনির আহমেদ এর নেতৃত্বে সোনাইছড়ি ইউনিয়ের আর্থ সামাজিক প্রেক্ষাপটে সকল ক্ষেত্রে শ্রেষ্টত্ব বজায় রাখবে। আজকের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সোনাইছড়ি ইউনিয়নের সকল সদস্য, সচিব এবং প্রত্যেক কর্মচারীকেও আমার আন্তরিক মোবারকবাদ জানাই।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *