দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে : পাপন

দেশের ক্রিকেটারদের ১১ দফা দাবিদাওয়া নিয়ে ধর্মঘটের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তার অভিমত, দেশের ক্রিকেট নিয়ে চক্রান্ত চলছে এবং ক্রিকেটারদের এমন অবস্থান চক্রান্তেরই অংশ।

যদিও ক্রিকেটারদের সবাই জেনেবুঝে এমন কাজ করছেন বলে মনে করেন না তিনি।

ক্রিকেটারদের দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে পাপন তুলে ধরেন- তিনি দায়িত্বে আসার পর দলের বা বোর্ডের কী কী উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘আমি আসার পর আইসিসি সভাগুলোতে বলা হতো জিম্বাবুয়ে ও বাংলাদেশকে টেস্টে চাই না।’

বোর্ডকে নিয়ে চক্রান্ত চলছে জানিয়ে পাপন বলেন, ‘চক্রান্ত চলছে। কে এসব করছে এগুলো জানি। আপনারাও সব জানেন।’

খেলোয়াড়দের ধর্মঘটের পেছনে অক্রিকেটীয় কারণ আছে জানিয়ে তিনি বলেন, ‘তারা জানত দাবি দিলেই মেনে নিব,এজন্য যোগাযোগ করেনি। এটা পরিকল্পনার অংশ। ওরা কেন আমাদের কাছে চাচ্ছে না? খেলা কেন বন্ধ করল? ক্যাম্প কেন বন্ধ করল? সবকিছুর পেছনেই একটা কারণ আছে।’

‘এটা ঐ ষড়যন্ত্রেরই অংশ। সব খেলোয়াড় এটা জেনেশুনে করছে বলে আমি মনে করি না। তবে হাতেগোনা ২-১ জন হয়ত জানে। বাকি না জেনেই (ধর্মঘটে) এসেছে।’

এ সময় পাপন সবার কাছে কিছুদিন সময় চান। শীঘ্রই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

‘কারা দেশের বিরুদ্ধে কাজ করছে এটা খুঁজে বের করতে হবে। এটা খুবই জরুরী। আমি আপনাদের কাছে কিছুদিন সময় চাচ্ছি। দৃঢ় বিশ্বাস, কারা এসব করছে আমরা বের করতে পারব।’

ভারত সফর বানচালের জন্য এমনটি করা হচ্ছে বলেই উল্লেখ করে পাপন। তিনি আরও জানান, ‘দেশের বাইরে থেকে করা হচ্ছে। আমাদেরও ২-১ জন জড়িত থাকতে পারে, খেলোয়াড়দের কেউই জড়িত থাকতে পার।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *