চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পেছনে অবস্থিত ঝর্ণার খাদে পড়ে মৃত্যুবরণ করেছে হাটহাজারী কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্না (২৩)।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
মুন্না হাটহাজারীর ফতেপুর এলাকার আলম ফকির বাড়ির সন্তান ও হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ঝর্ণার পাশের স্থানীয় লোকজন পাহাড়ে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ ও গাছ রোপন করে। সোমবার বেলা ১১টার দিকে পাহাড়ে নিজের রোপণ করা গাছ দেখতে গেলে হঠাৎ পা পিছলে তিনি ঝর্ণার খাদে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। পরবর্তীতে তাকে উদ্ধারে ডুবরী দল আসে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে চবির ঝর্ণায় তীব্র স্রোত সৃষ্টি হয়। এতে পড়ে যাওয়া ব্যক্তি সাঁতরে উঠতে পারেনি। আমরা শোনার সাথে সাথেই হাটহাজারী ফায়ার স্টেশনে খবর দিই। দুইই ঘন্টা তল্লাশী করে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’
২৪ ঘণ্টা/এম আর/মেহেদী
Leave a Reply