সুন্দর সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ”ভাটিয়ারী ই সুপার শপ”

সীতাকুণ্ড প্রতিনিধি : সুন্দর সেবা, ভোক্তাদের ভেজাল, ধুলোবালি ও ফরমালিনমুক্ত খাবার নিশ্চিত করার অঙ্গিকার নিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যাত্রা শুরু করলো ”ভাটিয়ারী ই সুপার শপ”।

সোমবার সন্ধ্যায় ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব সাহাব মিয়া।

বর্তমান সমাজের ব্যস্ততার ফাঁকে প্রত্যেকটি মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ঘরে বসে অনয়াসেই কেনাকাটা করতে পারে এমন লক্ষ্য নিয়েই অনলাইন বাজার সেবা চালু করেছে বলে জানান প্রতিষ্ঠানটিত কর্ণধার তরুণ উদ্যেক্তা নুরুল আবসার।

তিনি বলেন, বিশেষ করে করোনাকালীন এই সময়টাতে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহির হয়না। তাদের জন্য ই সুপার শপটি বড় ভুমিকা পালন করবে।

ভাটিয়ারী মসজিদ কমিটির সেক্রেটারী আলহাজ্ব মুসলিম উদ্দিন মুসা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেকান্দার হোসাইন, সিপ্লাস টিভি ও ভোরের দর্পণ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, সাংবাদিক বিপুল দেব রায়, চাটগাঁ ক্যাবল অপারেটর এসোসিয়েশনের সভাপতি সফিউল গাউস চৌধুরী মামুন,সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন,শামসুল আরেফিন, মোঃ ইদরিস, ফারুক আহমেদ,ওসমান আলী, ইউসুফ আলী, অসি উদ্দিন, মোঃ আজম প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *