সীতাকুণ্ডে এক বাড়িতে একাধিক নকল পণ্য তৈরীর কারখানা

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিএসটিআই এর নকল লেভেল ব্যবহার করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে বাজারজাত করা হচ্ছিল ড্রিংকিং মিনারেল ওয়াটার। এমন একটি কারখানার গোপন তথ্য পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালান উপজেলার মাদামবিবিরহাটস্থ নেভি রোড এলাকায় জনৈক নুরুল ইসলামের বাড়িতে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঐ বাড়িতে অবৈধ মিনারেল ওয়াটার কারখানায় অভিযান চালাতে গিয়ে বাড়ির ভেতরে আরো কয়েকটি নকল ও ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

দীর্ঘদিন ধরে ওই কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউট (বিএসটিআই) ও পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানে ওই কারখানা থেকে প্রায় ৪ ধরনের নকল পণ্য ও উৎপাদনে ব্যবহৃত মেশিন পাওয়া যায়। পণ্যগুলোর মধ্য রয়েছে মিনারেল ওয়াটার তৈরি, নিম্নমানের কাপড় ধোয়ার পাউডার, চা-পাতা, দাঁতের মাজনসহ বিভিন্ন পণ্য তৈরির বিষাক্ত ক্যামিক্যাল।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

এ সময় এসব পণ্য উৎপাদনকারী ব্যাক্তি বাড়ির মালিক নুরুল ইসলাম পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয় এবং এই বাড়ির অবৈধ কাজে ব্যবহৃত রুম গুলো সীলগালা করা হয়। নিজ বাড়িকে প্রতিষ্ঠান বানিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে অবৈধ রমরমা ব্যবসা। বাইরে থেকে দেখে বুঝার উপায় নেই যে ঘরের ভিতরে এতো কিছুর কারখানা রয়েছে।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, একটি বাড়ির কয়েকটি রুমকে নকল পণ্যে তৈরীর কারখানা বানিয়েছে বাড়ির মালিক নুরুল ইসলাম। আমরা গোপন সংবাদের সূত্রে জানতে পারি অবৈধ মিনারেল পানির কারখানা। অভিযান পরিচালনা করতে গিয়ে পাওয়া যায় আরো অনেকগুলো নকল পণ্য তৈরীর কারখানা। এগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এসআই) এর সহকারী পরিচারক শাহরিয়ার, অপু এবং সীতাকুণ্ডের জুনিয়ার ফিল্ড অফিসার শেখ রেজাউল করিম।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *