রাউজানে সাংসদপুত্রের উদ্যোগে বহুল প্রতীক্ষিত আইসোলেশন সেন্টারের উদ্বোধন মঙ্গলবার

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে বহুল প্রতীক্ষিত আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল ১৫ জুলাই মঙ্গলবার।

টেলিকনফারেন্সের মাধ্যমে রাউজানবাসীর করোনাকালীন চিকিৎসা সেবার নব দিবগন্তের বার্তা নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করবেন
রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী (এম.পি)।

রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে, রাউজানবাসীর সহযোগিতায় আইসোলেশন সেন্টারের কাজের সর্বশেষ প্রস্ততি সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১ মাসের ও বেশি সময় ধরে চলমান নানা প্রস্তুতির পর সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন সেন্টার এখন পুরোদমে প্রস্তুত।

১৩ জুলাই সোমবার পরিপূর্ণ এই আইসোলেশন সেন্টারটি প্রস্ততির শেষ পর্যায়ের কাজের পর্যবেক্ষণ করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্টার ডা.ফজল করিম বাবুল সহ রাউজান উপজেলা উত্তর-দক্ষিণ ছাত্রলীগ এবং সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ।

উল্লেখ্য করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাউজানসহ চট্টগ্রামে এই বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাব মোকাবেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সারা দেশে প্রশংসিত হন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। সর্বশেষ করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় করোনা আক্রান্তরা যাতে নিজ এলাকায় সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে উপজেলা সদরের সুলতানপুর ৩১ শয্যা হাসপাতালকে পরিপূর্ণ আইসোলেশন সেন্টার নির্মাণে উদ্যোগ নেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনায় দীর্ঘ এক মাসের প্রস্তুতি শেষে বহুল প্রতীক্ষিত এই আইসোলেশন সেন্টারটির আনুষ্টানিক যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *