লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ফলের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ খানে আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি যৌথ টিম লোহাগাড়ার রশিদারপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় একটি তিন তলা ভবন, বটতলী মোটর স্টেশনের ফলের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার টাকাসহ খানে আলমকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, খানে আলম ইতোপূর্বেও বেশ কয়েকবার মাদকসহ ধরা পড়েছিল। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও রয়েছে। এদিকে, গ্রেফতার খানে আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply