সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা যাওয়া সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের প্রবাসী মোঃ মোস্তফার পরিবারকে আর্থিক অনুদান এবং তার ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাসুম।
মোস্তফা সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের কাজী বাড়ীর মোঃ শফির পুত্র।
সে দীর্ঘদিন করোনায় আক্রান্ত থাকার পর ১৪ জুলাই সৌদি আরবের কিং ফয়সল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রবাসী মোস্তফার মৃত্যুতে দুই কন্যা এবং দেড় বছরের সন্তান নিয়ে চোখে-মুখে অন্ধকার দেখছেন তার স্ত্রী। সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে চিন্তার ভাজ পড়ে মাথায়।
এসময় মানবিক বিবেচনায় এগিয়ে এলেন ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম। তিনি ঐ পারিবারে আর্থিক সহযোগীতাসহ তিন ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেন।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply