হাটহাজারীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চারা বিতরণ

হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে হাটহাজারীতে ২০ হাজার ৩শ ২৫টি চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের অধীন হাটহাজারী এসএফএনটিসি কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় এ চারা বিতরণ করা হয়।

সূত্র জানায়, উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন পরিষদ, ৬টি কলেজ, ৭৩টি মাদ্রাসা ও মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১২৫টি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার ৩শ ২৫টি বনজ,ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। উক্ত চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, এগার মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা ও বীট অফিসার সৌমেন বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু সহ আরো অনেকে।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *