চট্টগ্রামের রাউজানে ৫০ শয্যার পরিপূর্ণ আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট পরিপূর্ণ আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে টেলি কনফারেন্সের মাধ্যমে

উপজেলা সদরের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ, আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন আইসোলেশন সেন্টারেরর সমন্বয়ক, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্টার ডা.ফজল করিম বাবুল। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, যুগ্ম সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত, মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস ডলি, কাউন্সিলর আজাদ হোসেন, বাবুল মিয়া মেম্বার, সুমন দে, জাহাঙ্গীর আলম, দিপলু দে দিপু, সাবের হোসেন, সবুজ দে ভানু, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবলু, মহিউদ্দীন ইমন, দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, সাইদুল ইসলাম, ইমতিয়াজ জামাল নকিব, মঈনুদ্দীন জামাল চিশতিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন. সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারে শুধু রাউজান নয় পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার করোনা আক্রান্ত রোগীরাও এই আইসোলেশন সেন্টারে সেবা নিতে পারবে। করোনার শুরু থেকে আমরা মাঠে থেকে মানুষের জন্য কাজ করে চলেছি। তিনি আরো বলেন, করোনাভাইরাস কবে নাগাদ নির্মূল হবে সেটি নিশ্চিত করে কেউ বলতে পারছেনা। তাই এই মহামারির প্রাদুর্ভাব থেকে রক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

তরুণ রাজনীতিবিদ, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী বলেন.রাউজানে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলার কাজে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। তিনি বলেন, করোনাকালীন সময়ে রাউজানে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা খুব সহজ ছিলনা। জীবনের ঝুঁকি উপেক্ষা করে এই মানবিক কাজে উপজেলা, থানা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতায় আমরা এটা সম্ভব করেছি। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় এই আইসোলেশন সেন্টার কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।
আইসোলেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ফারাজ করিম চৌধুরী উন্নত প্রযুক্তির দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

২৪ঘণ্টা/এন আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *