যশোরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ

নিলয় ধর,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকোমড়া গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সকাল ১০ টার সময় ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঐ গ্রামে গিয়ে কথিত ধর্ষিতা মায়ের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন, গত রবিবার বেলা ১০ ঘটিকার দিকে তার ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরী মেয়েকে প্রতিবেশি মনিরুল ইসলাম (৪০) খেলার কথা বলে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।

এই সময় তিনি (ধর্ষিতার মা) বাগানের পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন। তার কথা শুনে ধর্ষক মনিরুল দৌঁড়ে পালিয়ে যায়। এই সময়ে প্রতিবন্ধী কিশোরী মেয়েটি কাপতে কাপতে জামা কাপড় ছেড়া অবস্থায় মায়ের কাছে ছুটে আসে।

এই ঘটনার বিচার চেয়ে প্রতিবন্ধীর পরিবারের পক্ষ থেকে তার মা স্থানীয় চেয়ারম্যানসহ মোড়ল মাতব্বদের কাছে গেলেও তারা কর্নপাত করেনি বলে অভিযোগ ঐ কিশোরীর মায়ের।

তবে ধর্ষনের অভিযোগ সত্য নয় বলে দাবী করেন ধর্ষক মনিরুল ইসলাম।

এই বিষয়ে জানতে চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর কাছে ফোন করলে তিনি জানিয়েছেন, আসলে ঘটনাটি সত্য দুই পরিবার অসহায় হওয়াই শালীসি বৈঠাকের মাধ্যমে মিমাংসার কথা বলেছেন।

এই বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, ঘটনার বিষয়টি আগে শুনিনি, বা কেও কোন অভিযোগ করেনি।

গতকাল সকালে ভিকটিমের মা আমার কাছে ফোন করে কান্নাকাটি করেছিলো আমি বিষয়টি আমলে নিয়ে তৎখানিক বাঁকড়া তদন্ত কেন্দ্রের এস আই হাফিজ উদ্দীনকে ভিকটিমের বাড়িতে পাঠাই। ঘটনার সত্যতা প্রমাণ হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *