রাউজানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উপজেলা পর্যায়ে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্টিত

রাউজান প্রতিনিধি :প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উপজেলা পর্যায়ে দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য টেলি কনফারেন্সে উপস্থিত সকলের উদ্দেশ্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, বিদেশে কর্মসংস্থানে দক্ষতার কোনো বিকল্প নেই । বিষয়টি অনুধাবন করে সবাইকে নিজেদের পছন্দসই বিষয়ে যথাযথ প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়ার আহবান জানান তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ- কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের উপাধ্যক্ষ নিবেদিতা দাশ। সিনিয়র ইন্সট্রাকটর গাজী ইকফাত মাহমুদ।

টেলি কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।
বক্তব্য রাখেন
মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি (তদন্ত) মধুসুদন নাথ, চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, আব্দুর রহমান চৌধুরী লালু, বি এম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি,উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান, সমাজসেবা কর্মকর্তা মুনির হোসাইন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা,
মহিলা কাউন্সিলর জেবুর নেছাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও রাউজানে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/এন আর /নিজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *