চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) সংলগ্ন কে বি ফজলুল কাদের রোডে অননুমোদিত ঔষধ ও নকল সুরক্ষা সামগ্রী বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার এলাকায় চলমান অভিযানে শাহ আমানত ফার্মেসিকে দশ হাজার টাকা ও একই মার্কেটের নিরাময় ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে কোতোয়ালি ও সদরঘাট থানা এলাকায় ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার কারণে কোতোয়ালি মোড়ের ক্যাফে মমতাজ রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা ও সদরঘাটে নেওয়াজ হোটেলের লাইসেন্স না থাকায় পাচঁ হাজার টাকা জরিমানা করা হয় ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply