চট্টগ্রামে আরো ১৮০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ১

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৮০ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলাগুলোতে ৭৭ জন। এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৬৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নগরে এক জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৯ টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ৯ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৮ টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায় ৭ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ৫২ টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ এবং উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ৩৩ জন।

ইমপেরিয়াল হাসপাতালের ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায় ১৩ জন।

শেভরণ ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৫ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় কারে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৯৩৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮০ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১২৬৬৯ জন। এর মধ্যে নগরে ৮৮২৩ জন এবং উপজেলায় ৩৮৪৬ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ৩, সাতকানিয়া ১, বাঁশখালী ২, আনোয়ারা ৪, পটিয়া ৩, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ৬, রাউজান ১০, ফটিকছড়ি ১১, হাটহাজারী ১৭, মিরসরাই ৪, সন্দ্বীপ ১ এবং সীতাকুণ্ড ৩ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৭ এবং উপজেলায় ৬৪ জন। এছাড়া নতুন ১১ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৯৮ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *