বিমানবালায় চাকরি দেওয়ার নামে প্রতারণা : এনএসআই’র জালে আটক ২ প্রতারক

সিলেটের এক নারীকে ফেসবুকের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালায় চাকরির লোভনীয় অপারের ফাঁদে ফেলে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছে দুই প্রতারক। তবে টাকাটা হাতিয়ে নেয়ার আগেই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)’র জালে আটকা পড়ে দুই প্রতারক।

বিমানবালার চাকরির নিয়োগপত্রের নামে প্রার্থীর কাছ থেকে ৬০ হাজার টাকা নিজেদের কব্জায় নেয়ার আগেই ঘটনাস্থলে পৌছে যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) চট্টগ্রাম মেট্রো শাখার বিমানবন্দর টিম।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিমানবন্দর এলাকা থেকে চাকরি প্রার্থীর পিতার হাত থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে হাতেনাতে আটক করে এনএসআই সদস্যরা।

আটককৃত দুই প্রতারক হলেন, নোয়াখালীর চরজব্বারের মো. জাকির সোহাগ (২৯) ও বাগেরহাটের দীঘির পাড়ের রুবেল হাওলাদার (২৭)।

জানা যায়, দীর্ঘদিন ধরে এ দুই প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানবালা পদে চাকরির লোভনীয় অপার দিয়ে চাকরি প্রত্যাশী বিভিন্ন প্রার্থীর সাথে চ্যাটে কথা বলেন। ভুয়া পরীক্ষাও নেয়া হয় অনেকের কাছ থেকে। সর্বশেষ নিয়োগপত্র প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করে।

তাদের এ লোভনীয় অপারে পা রেখেছেন সিলেটের হবিগঞ্জ এলাকার রেশমিনা বেগম (২৩)। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এসে পরীক্ষাও দিয়ে গেছেন তিনি। দেড় লাখ টাকা থেকে কমিয়ে ৬০ হাজার টাকায় রাজি হলে মঙ্গলবার চুড়ান্তভাবে নিয়োগ পত্র সংগ্রহ করতে বাবার সাথেই বিমান বন্দর এলাকায় আসেন রেশমিনা।

এ খবর গোপনভাবে পেয়ে এনএসআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টাকা লেনদেনের সময় দুই প্রতারককে আটক করে থানায় হস্তান্তর করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানবালার চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার সময় দুই প্রতারককে আটক করে এনএসআই। আটক দুই প্রতারকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *