ভোলার সহিংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের গুলিতে হতাহতের ঘটনার প্রতিবাদে ফটিকছড়িতে বিক্ষোভ করছে কওমী মাদ্রসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এ বিক্ষোভের আয়োজন করে।

মঙ্গলবার দুপুর ২টায় ফটিকছড়ি পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে কটূক্তিকারী ও ভোলার সংঘর্ষের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা আল্লাহ তা’আলা ও মহানবী (সা.)-এর কটূক্তিকারীকে গ্রেফতার, ভোলার ঘটনায় নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা, আহতদের চিকিৎসার ব্যয়ভার ও সুচিকিৎসা গ্রহণ করা, গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবী জানান।

জামিয়া বাবুনগর মাদ্রাসার পরিচালক ও প্রবীণ আলেম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মাওলানা সলিম উদ্দিন দৌলতপুরী ও আবু মকনুন মুহাম্মদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- মুহাদ্দিস আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা সলিমুল্লাহ, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল,মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফিজুল ইসলাম,শওকত বিন হানিফ,মাহফুজুর রহমান, হাবিবুল্লাহ ধর্মপুরী,আব্দুল মতিন,শামুল আলম,মুজিবুর রহমান, মাওলানা ইলিয়াস, মাওলানা আমির উদ্দিন ও আফাজ উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল ফটিকছড়ি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *