সীতাকুণ্ডে করোনায় মৃত ব্যক্তির দাফন বিষয়ে গাউসিয়া কমিটির মতবিনিয়ম সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি : করোনায় মৃত ব্যক্তির দাফন এবং করোনাকালীন রোগীর সেবা বিষয়ে কার্যক্রম নিয়ে জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা উক্ত মতবিনিময় সভার আয়োজন করে।

আজ শনিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় কুমিরা কনভেনশন সেন্টারে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্মসচিব আলহাজ্ব এডভোকেট মুসাহেব উদ্দীন বকতিয়ার।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অথিতি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদ হাসান চৌধুরী, আলহাজ্ব নাজীম উদ্দীন, আলহাজ্ব সালাউদ্দিন আজিজ।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আহসান হাব্বিব চৌধুরী হাসান, চাঁদগাঁও থানার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ কামাল, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা সিরাজ উদ দৌলা, ইঞ্জিনিয়ার রফিক, মুজিব উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন,মুহাম্মদ সাখাওয়াত, মুহাম্মদ মুসলিম, শাহ মুহাম্মদ এমরান, মামুনুর রশিদ মামুন, নুর উদ্দিন, মুহাম্মদ আলাউদ্দিন, গিয়াস উদ্দিন সোহেল, হাজ্বী আশরাফ, কামাল উদ্দিন চৌঃ, রমজান আলী রুবেলসহ গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *