অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, শতাব্দী ও অর্কিড এর যৌথভাবে আয়োজনে সীতাকুণ্ডের হজরত পীর পন্থীশাহ (রঃ) এতিমখানায় ৯০ জন মাদ্রাসা ও এতিম ছাত্রদের মধ্যে দুপুরের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদত দোভাষ।
এতে বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, গভর্ণর এডভাইজর লায়ন এটিএম নুরুল আলম, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ নাজমুল হক, জোন চেয়ারপার্সন লায়ন দেবাশীষ, জেলা চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাগর।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল ইসলাম শাহাবউদ্দিন, ট্রেজারার লায়ন কাজী আশিক ই ওয়াহিদ, লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন শফিকুল আলম, লিও জোন ডিরেক্টর লিও ইয়াকুব খাঁন, লিও লিবার্টি প্রেসিডেন্ট লিও আরিফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, লিও সীতাকুণ্ড প্রেসিডেন্ট লিও নূর খাঁন, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, লায়ন লিও লিডারবৃন্দ, মাদ্রাসা এতিমখানার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply