পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন সকলের জন্য অপরিহার্য : রেজাউল করিম চৌধুরী

নগরীর বিভিন্ন সংগঠনের সংগঠকদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন চসিক নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

১৯ জুলাই (রবিবার) সকালে বিভিন্ন সংগঠনের সংগঠকদের মাঝে চারা গাছ বিতরনকালে মু্ক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন,পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসুচি পালন সকলের জন্য অপরিহার্য।

এসময় তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি, দৃষ্টিনন্দন সবুজ ও নান্দনিক নগরী গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সংগঠকদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

এসময় তাঁর হাত থেকে গাছের চারা গ্রহণ করেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. আবু সাঈদ সুমন, মহানগর যুবলীগ নেতা মাহমুদ ইউসুফ মিনার, যুবলীগ নেতা আবিদ খান, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ন-সাধাারণ সম্পাদক তৌহিদুল আলম বাবু, মো. জাহেদ, মো. ইরাদ, মো. মুসলিম প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *