শেখ হাসিনায় প্রেরণায় মানবতা ও দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে আছি: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন,কবে করোনাকালের থাবা অন্তিম হবে জানিনা। এই ক্রান্তিকালেও মানবতার হাহাকার সুস্থ বিবেককে কষ্ট দেয়। তবে কষ্ট মেনে নিয়ে যদি শুদ্ধাচারী জীবনযাপন করতে পারি তা হলেই শুধু আমি ও আমরা নয় বিশ্ববাসী আবার জেগে ওঠার শক্তি ফিরে পাবে।

তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা,অর্থ ও জনসংকটের মধ্যেও মুহুর্তের জন্যেও সেবা কার্যক্রম থেমে থাকেনি। তারপরও কিছু সমালোচনা বা দোষ-ত্রুটি থাকতে পারে। যখন আমি দায়িত্ব নিয়ে কথাবলি এর সাথে কাজের মিল আছে এবং থাকবেই।

তিনি আরো বলেন, দু:সময় ও প্রতিকূল পরিস্থিতির সুযোগে যারা মানবতাকে জিম্মি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনায় প্রেরণায় মানবতা ও দেশপ্রেমের শক্তিকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে আছি এবং থাকবই। যারা করোনা মহামারীর এই সংকটকালে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা অন্যদের জন্য উদাহরণ। করোনা মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করে দিয়েছে। দেশের মানুষের এই মানবিকতা বোধ পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে। এই মানবিকতাবোধ যেন চির জাগ্রত থাকে। বাঙালি সাহসী জাতি, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে সাহসিকতার সাথে প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকে মোকাবেলা করছে।

আজ রবিবার বিকালে চান্দগাঁও দারিদ্র বিমোচন মহিলা সমিতির সদস্য ও আনন্দ স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে মেয়র এসব কথা বলেন।

সিটি মেয়র আরো বলেন, ত্রাণ নিয়ে সাময়িক কষ্ট লাঘব হলেও তার উপর জীবিকার দীর্ঘস্থায়ী নিরাপত্তা নির্ভর করে না। জীবিকা ছাড়া জীবন অচল। নিরাপদ ও নিশ্চিত জীবন জীবিকার জন্য সমন্বয়,শৃঙ্খলা ও দায়িত্বশীলতা অপরিহার্য। তিনি বলেন, মনে রাখতে হবে হতাশা হচ্ছে আগাম মৃত্যুর অশনি সংকেত, আর আশা হচ্ছে বেঁচে থাকার আলো ও শক্তি। এই আলো দেখতে ও শক্তি অর্জনে জ্ঞান-বিজ্ঞাণ-মেধা ও মনের প্রয়াস থেমে নেই।

চান্দগাঁও দারিদ্র বিমোচন মহিলা সমিতির ৫শ পরিবারের মঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে কাউন্সিলর মোহাম্মদ আজম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সমিতির উপদেষ্টা কে এম শহীদুল্লাহ, সভাপতি সিরাজুন নূর বেগম, সাধারণ সম্পাদক রাশেদা বেগম,মো. মিজান ও আনন্দ স্কুলের সাড়ে ৪শ শিক্ষার্থীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে স্কুলের শিক্ষিকা শান্তা আক্তার, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজান, বিপণী বিতান কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, এস এম মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

পুষ্টি কর্মী হোমাইরা মাহমুদ এর পরিবারকে
অর্থ সহায়তা তুলে দিলেন মেয়র
সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচি প্রকল্পে কর্মরত পুষ্টি কর্মী হোমাইরা মাহমুদ এর পরিবারকে সাড়ে ৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ বিকেলে টাইগারপাসস্থ নগরভবনের মেয়র দপ্তরে এই চেক হস্তান্তর করা হয়।

এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দীকি, তত্তাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক,আইটি অফিসার ইকবাল হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ও দারিদ্র্য হ্রাস কর্মসূচি প্রকল্পের টাউন ম্যানেজার সরোয়ার হোসেন খাঁন, কোহিনুর আকতারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *