আশরাফ উদ্দিন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা কালিন সীমাবদ্ধতার কারনে মিরসরাইয়ে সীমিত আকারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালনের উদ্যোগ গ্রাহন করা হয়েছে। অন্যান্য বছরের মতো তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও জাতীয় এই মৎস্য সপ্তাহ উপলক্ষে ১০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা সহয় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) প্রচার প্রচারণার মাধ্যমে শুরু হয় মৎস্য সপ্তাহ। আজ বুধবার (২২) জুলাই দুপুরে উপজেলা পরিষদ পুকুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কার্যালয়, মিরসরাই এর উদ্যোগে এই ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্ত কালিন সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, চলতি বছর করোনা প্রকোপের কারণে সারাদেশের মতো মিরসরাইতেও উদ্ধোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা ইত্যাদি ছাড়াই বেশ সীমিত পরিসরে মাছ উৎপাদন করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ২১ থেক ২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত হচ্ছে।
মিরসরাইতে গত ২১ জুলাই থেকে প্রচারণামূলক কর্মসূচীর মাধ্যমে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে অভিযান, মৎস্য চাষিদেও পরামর্শ সেবা ও মৎস্য অবমুক্ত সহ বেশ কয়েকটি কর্মসূচীর সীমিত পরিসরে মৎস্য সপ্তাহ পালন করবে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply