সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সাগর উপকুল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল তিনটার দিকে উপজেলারর বাঁশবাড়িয়া সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে বাঁশবাড়িয়া সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন।
খবর পেয়ে এস.আই ইলিয়াছ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং লাশের পরিচয় না পাওয়ায় সিআইডিকে খবর দেওয়া হয়।
সিআইডি লাশের ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে বিকাল ৩টার দিকে লাশটি পোষ্টমর্টেমের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, মৃতদেহটি একজন পূরুষের। তার বয়স আনুমানিক ৪০-৪৫ হতে পারে। অজ্ঞাত কোন কারণে কয়েকদিন আগে লোকটির মৃত্যু হয় বলে আমরা ধারণা করছি। তার শরীরে পঁচন ধরেছে। তবে শরীরে তেমন কোন বড় আঘাতের চিহ্ন নেই।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply