যশোরে নকল সুরক্ষাসামগ্রী তৈরির অবৈধ কারখানায় অভিযান

নিলয় ধর,যশোর প্রতিনিধি:- কারখানার নেই কোন অনুমোদন, নিয়োগ দেওয়া হয়নি স্বীকৃত কেমিস্টও। অক্ষরজ্ঞানহীন শ্রমিক ইচ্ছামত সব ঝুকিপূর্ণ রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার, টাইলস ও টয়লেট ক্লিনার,ব্যাটারির পানিসহ বিভিন্ন দ্রব্যাদি তৈরি করছে। কারখানায় ব্যবহৃত এসিডসহ অন্যান্য পদার্থ ফেলে রাখা হয়েছে উঠোনে। এরকই একটি অবৈধ কারখানার সন্ধ্যান পাওয়া গেছে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকাতে।

অবৈধ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কারখানাটি ‘সিলগালা’ করাসহ মালিক মামুনুর রশীদকে ১ বছরের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান জানিয়েছেন, বিএসটিআই এর অনুমোদন ছাড়াই আবাসিক এলাকায় হ্যান্ডস্যানিটাইজার, ভিক্সল, টয়লেট ক্লিনার, ব্যাটারির পানি উৎপাদন করা হচ্ছিলো। কেমিস্ট ছাড়াই পণ্য উৎপাদন, মোড়কীকরণ, খোলা স্থানে হাইড্রোক্লোরিক এসিড রাখাসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন এবং মালিককে সাজা প্রদান করা হয়েছে।

অভিযানকালে র‌্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *