এপেক্স ক্লাবস অফ বাংলাদেশের জেলা-০৩ এর অন্তর্গত এপেক্স ক্লাব অফ চট্টগ্রাম এবং এপেক্স ক্লাব অফ গ্রীন সিটি’র যৌথ উদ্যোগে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর পি এইচ আমিন একাডেমীতে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন করা হয়েছে।
গত ১৮ জুলাই মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে এক কোটি চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করে ক্লাব দুটি।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টায় স্কুল প্রাঙ্গণে ফলদ, বনজ ও ভেষজ- এ তিন ধরনের ১০০ টি চারা রোপন করা হয়।
উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এইচ একাডেমী পরিচালনা কমিটির সভাপতি, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং চসিক নির্বাচনে সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব নুরুল আমিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এলজি পিএনপি শাহ আলম নিপু, এলজি পিএনপি ডা. জবিউল হোসেন, পি এইচ আমিন একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম এবং এপেক্স জেলা-০৩ এর কোষাধ্যক্ষ আব্দুল কাদের।
এপেক্স ক্লাব অফ চট্টগ্রামের সদস্যদের মধ্যে প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং নবাগত সদস্য হাছান উপস্থিত ছিলেন।
এপেক্স ক্লাব অফ গ্রীণ সিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০২১ বর্ষে এপেক্স জেলা-০৩ গভর্নর পদপ্রার্থী জাকির হোসেন, প্রেসিডেন্ট হেদায়েত মজুমদার, আইপিপি গোলাম কবির, সেক্রেটারি বাবুল সাহা, জাকারিয়া মাহবুব মিলন, আলহাজ্ব জসিম উদ্দিন, সাইফুল ইসলাম মামুন, মঞ্জুর মোরশেদ রনী, দিলরুবা আক্তার প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন পি এইচ আমিন একাডেমীর এসএসসি ৮৫ ব্যাচের সভাপতি এবং গ্রীন সিটির কোষাধ্যক্ষ এ্যাড. নাসির উদ্দিন।
এছাড়া আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply