সীতাকুণ্ডে স্থায়ী অস্থায়ী মিলে ১৪ টি পশুর হাটের অনুমোদন, মানতে হবে ১১ নির্দেশনা

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন ঈদুর আজহা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলে ১৪ টি কোরবানীর পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী। অস্থায়ী হাটগুলো হচ্ছে, ১ নং সৈয়দপুর ইউনিয়নে শেখের হাট, তোহর আলী ভূঁইয়ার হাট, মিয়াজন ভূঁইয়ার হাট, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে ছোট দারোগারহাট, বাড়বকুণ্ড স্কুল মাঠ, বাশঁবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠ, সোনাইছড়ির শীতলপুরস্থ মদনহাট, ভাটিয়ারী উত্তর বাজার, মাদামবিবির হাট স্কুল মাঠ, ফৌজদারহাট সলিমপুর সিডিএ এলাকা। স্থায়ী হাটগুলো হচ্ছে বড় দারোগারহাট, সীতাকুণ্ড পৌরসভাস্থ ঢেবার পাড়, পৌরসভাস্থ ফকিরহাট এবং কুমিরা হাট।

এদিকে করোনাভাইরাস সংক্রামণের কারণে আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট চালাতে নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। নির্দেশনাগুলো হচ্ছে পশুর হাটে প্রবেশের পথ এবং বাহির দুইটি আলাদা রাস্তা রাখতে হবে, প্রবেশমুখে পানির ট্যাংক, বেসিন, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ফেস মাস্ক পরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। হাটে শিশু, নারী ও বৃদ্ধ ব্যক্তিকে না আসার জন্য নিউৎসাহিত করা, এক পরিবার থেকে দুইজনের বেশী পশু ক্রয় করতে যেতে পারবে না,

অনলাইনে পশু কেনার জন্য উৎসাহিত করাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে এমন ১১ ধরনের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আস্থায়ী মোট ১৪ টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। প্রত্যেকটি হাটে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইজারাদারদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। বিক্রেতা এবং ক্রেতা উভয়ে মাস্ক পড়তে হবে এবং ইজারাদারদের পক্ষ থেকে ক্রেতাদেরকে মাস্ক পড়ার জন্য উৎসাহিত করতে হবে। এধরণের ১১ টি নির্দেশনা দেওয়া হয়েছে।

২৪ঘণ্টা /এন আর /দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *