সাভারের সিআরপি এলাকায় ছাদবাগানের গাছ কেটে ভাইরাল হওয়া খালেদা আক্তার লাকীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে সাভারের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সাঈদ জানান, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য খালেদা আক্তার লাকীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সুমাইয়া হাবিব নামে সাভারের বাসিন্দা সিআরপি এলাকার বাসিন্দা মঙ্গলবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে খালেদা আক্তার লাকীকে দা হাতে ছাদবাগানের গাছ কেটে ফেলতে দেখা যায়। ভিডিওটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বেশ কিছু গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়।
ফেসবুকে ভিডিও শেয়ারের পাশাপাশি একটি দীর্ঘ পোস্টও দেন সুমাইয়া হাবিব। পোস্টে গাছ কেটে ফেলার বিষয়টি উল্লেখ করে সুমাইয়া লেখেন, ‘এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য, আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কী অপরাধ ছিল গাছের? কী অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’
অবশ্য মঙ্গলবার রাতে ফেসবুকে লাইভে এসে খালেদা আক্তার লাকীকে নির্দোষ দাবি করেন তার ছেলে।
Leave a Reply