লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় হাঙ্গর খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোহাম্মাদ দেলোয়ার নামে এক যুবকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৬ জুলাই (রবিবার) বিকেল ৫ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া আকাম উদ্দিন সওদাগর পাড়ায় হাঙ্গরখালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তার কাছ থেকে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের হাঙ্গরখাল থেকে কতিপয় ব্যাক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছিল এমন গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দেলোয়ার নামে এক যুবকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছি।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন খালে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে অনেক ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এবং এ অভিযান চলমান থাকবে।
এদিকে, একইদিন কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানায় সাত জনের কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে তাঁর সঙ্গে ছিলেন লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা, চুনতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শরফুদ্দিন খাঁন ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী প্রমুখ।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ
Leave a Reply